Breaking
25 Jan 2026, Sun

সাঁওতাল বিদ্রোহের বীর শহিদ চানকু মাহাতর শহীদ দিবস উদযাপনে দিলীপ ঘোষের কুশ পুত্তলিকা দাহ হল জঙ্গলমহলে

বাঁকুড়া : বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কুশ পুত্তলিকা দাহ করল সাঁওতাল বিদ্রোহের বীর শহিদ চানকু মাহাতর শহীদ দিবস উদযাপনের দিনে শহীদ চানকু মাহাত শহীদ দিবস উদযাপন কমিটি। অভিযোগ, বিজেপির রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষ গতকাল কুড়মী আন্দোলনে চাল ডাল দিয়ে সাহায্য প্রসঙ্গে যে দাবী করেছেন, তাঁর ওই মন্তব্য কুড়মী জাতির স্বাভীমানে আঘাত দিয়েছে। তাঁর ওই মন্তব্যের প্রতিবাদে রানীবাঁধে দিলীপ ঘোষের কুশ পুত্তলিকা দাহ করা হয়।

Developed by