Breaking
30 Dec 2025, Tue

সর্বশিক্ষা মিশনের আওতায় ১১টি পদে ১৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ঝাড়গ্রাম জেলা প্রশাসন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক:- সর্বশিক্ষা মিশনের আওতায় ১১টি পদে ১৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। অষ্টম শ্রেণী উত্তীর্ণ থেকে সিভিল ইঞ্জিনিয়ার পর্যন্ত নানা যোগ্যতার ভিত্তিতে নতুন কর্মসংস্থানের পদ সৃষ্টি করা হয়েছে। আগামী ২১ আগষ্ট থেকে শুরু অনলাইন মারফত ফর্ম ফিলাপ শুরু হবে। অনলাইনে ফর্ম ফিলাপের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। বিশদ জানার জন্য নীচে লিঙ্কে ক্লিক করুন।

https://jhargram.gov.in/en/notice/recruitment-of-different-categories-of-posts-on-contractual-basis-under-sarva-siksha-mission-ssm-jhargram/

Developed by