Breaking
22 Dec 2025, Mon

সরকারি বাসের চাকা থেকে ধোঁয়া, বাস থামিয়ে ছুট দিলেন যাত্রীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সরকারি বাসের চাকা থেকে ধোঁয়া বেরোনো দেখে চালককে বাস থামাতে বললেন যাত্রীরা। বাস থামতেই ছুট দিলেন যাত্রীরা। কি কারনে বাসের চাকায় ধোঁয়া তা বুঝতে না পারায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জানা গিয়েছে, বাসটি নয়াগ্রামের খড়িকামাথানী থেকে গোপীবল্লভপুর হয়ে ঝাড়গ্রাম আসছিল। খড়িকামাথানী ও গোপীবল্লভপুরের মাঝে এই ঘটনাটি ঘটে। যান্ত্রিক কোন ত্রুটি না গরমের জেরে এহেন ঘটনা তা খতিয়ে দেখছে সরকারি বাস কর্তৃপক্ষ।

Developed by