Breaking
10 Dec 2025, Wed

সম কাজে সম বেতন ও প্রাপ্য পদমর্যাদার দাবিতে পশ্চিমবঙ্গ স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের ঝাড়গ্রাম জেলা কমিটির বৈঠক হল রবিবার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সম কাজে সম বেতন ও প্রাপ্য পদমর্যাদার দাবিতে পশ্চিমবঙ্গ স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের ঝাড়গ্রাম জেলা কমিটির বৈঠক হল রবিবার। এই দাবি গুলিকে সামনে রেখে আগামী ২৬ আগস্ট কলকাতার বিকাশ ভবনে অনশন ও অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন তাঁরা। সে উপলক্ষে এদিন ঝাড়গ্রাম জেলা কমিটির একটি প্রস্তুতি সভা হয়। পাশাপাশি গতকাল রাতের অন্ধকারে বিক্ষোভে বসে থাকা পার্শ্বশিক্ষকদের উপরে লাঠিচার্জের নিন্দা করেন তাঁরা। পশ্চিমবঙ্গ স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি অনুপম মণ্ডল বলেন,‘আমরা প্রাপ্য সম্মানের জন্য আন্দোলন করছি। পার্শ্বশিক্ষকদের উপর যেভাবে লাঠিচার্জ হল তা কখনও সভ্য সমাজের মানা যায় না। এর তীব্র নিন্দা জানায়। আমাদের উপরেও যদি হামলা হয় আমরা কিন্তু পিছপা হব না।’

Developed by