Breaking
8 Dec 2025, Mon

সম্প্রীতির নজির পুরাতন ঝাড়গ্রামে! হিন্দুর সৎকারে পাশে দাড়ালেন মুসলিমরাও

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সম্প্রীতির নজির পুরাতন ঝাড়গ্রামে! হিন্দুর সৎকারে পাশে দাড়ালেন মুসলিমরাও। শুক্রবার রাতে নিজের বাড়ি পুরাতন ঝাড়গ্রামেই মারা যান দুলালচন্দ্র সিংহ(৬৫)। পেশায় তিনি কাঠ ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। এদিন পুরাতন ঝাড়গ্রাম তালতলা শশ্মান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পরিচিত মুসলিম ব্যক্তিরাও হাজির হয়েছিলেন। তাঁর ৪০ বছরের বন্ধু সেক মাইসন সহ সেক তাজাউদ্দিন, নাসিরুদ্দিনরা এদিন সমস্ত নিয়ন কানুন মেনে সৎকার করেন। এছাড়াও প্রায় ৭০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন।

Developed by