Breaking
14 Dec 2025, Sun

সবুজ পতাকা দেখিয়ে রসাখোয়া রায়গঞ্জ রুটে নতুন বাসের যাত্রাপথের উদ্বোধন

জেএনএফ ওয়েব ডেস্ক:-সবুজ পতাকা দেখিয়ে রসাখোয়া রায়গঞ্জ রুটে নতুন বাসের যাত্রাপথের উদ্বোধন হল বৃহস্পতিবার রসাখোয়ায়। করনদিঘি ব্লকের প্রাচীন হাট রসাখোয়া। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাটে আসেন বহু মানুষ । এলাকার বিধায়ক গৌতম পালের উদ্যোগে পিছিয়ে পড়া করনদিঘি ব্লকের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতেই তার প্রচেস্টার বাস্তবায়নে শীল মোহর পড়ল আজকে।
বৃহস্পতিবার সকালে উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান তথা করনদিঘির বিধায়ক গৌতম পাল সবুজপতাকা দেখিয়ে বাস এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। এলাকাবাসিদের করতালির মধ্য দিয়ে বাস এগিয়ে চলল। আজকের এই অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিভিশনের প্রবন্ধক সুবীর সাহা, করনদিঘি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ তামাং, করনদিঘী থানার আইসি সৌম্যজিৎ রায় পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ কামরুজ্জামান সহ স্থানীয় বাসিন্দারা।

Developed by