সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের সরকারি কলেজ গুলি নিয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি উঠল নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির সম্মেলনে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের সরকারি কলেজ গুলি নিয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি উঠল নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির সম্মেলনে। গত ৯ ফেব্রুয়ারি কলকাতার আশুতোষ কলেজের আশুতোষ মেমোরিয়াল হলে সমিতির ছত্রিশতম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক অঞ্জন চাকি, অবসরপ্রাপ্ত অধ্যাপক শিবরঞ্জন চ্যাটার্জী, বর্ধমান বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক নিমাইচন্দ্র সাহা, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈকত মিত্র, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবনারায়ন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. শ্যামসুন্দর কুণ্ডু।

সমিতির সাধারণ সম্পাদক ড. সুশান্ত রায় কর্মকার তাঁর বক্তব্যে সমিতির কাজকর্ম এবং অন্যান্য একাধিক বিষয়ে আলোকপাত করেন। ড. সুশান্ত রায় কর্মকার বলেন,‘সরকারি কলেজের অধ্যাপক সংগঠনের পক্ষ থেকে এবছর সিধো-কানহো বিশ্ববিদ্যালয় এবং কোচবিহারের আর্চায বজেন্দ্রনাথ শীল কলেজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।’ সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য রাজ্য সরকারকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানায় সমিতি। পাশাপাশি সমিতির সম্মেলন থেকে দাবি উঠে রাজ্যের সমস্ত সরকারি কলেজগুলি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য। যা রাজ্য সরকারের কাছে সমিতি বিশেষ ভাবে অনুরোধ জানায়।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

1 year ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

1 year ago