Breaking
1 Jan 2026, Thu

সপ্তমীতেই শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কিছু মদ্যপ যুবকের বাইক, চিন্তায় দর্শনার্থীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: পুজোর সময় মদ্যপ যুবকের বাইকে লাগাম নেই।সপ্তমীতেই শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কিছু মদ্যপ যুবকের বাইক। চিন্তায় পুজো দেখতে বের হওয়া দর্শনার্থীরা। একদিকে মদ্যপ অবস্থায় গাড়ির প্রচন্ড গতিবেগ, সেই সঙ্গে বিকট হর্নের আওয়াজ। এভাবেই ঝাড়গ্রাম শহরে বাইক রাজ চালাচ্ছে মদ্যপ কিছু রোমিও যুবকরা। এই ঘটনায় চিন্তায় শহরবাসী থেকে গ্রাম-গঞ্জ থেকে পুজো দেখতে আসা দর্শনার্থীরা। শনিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ শহরের সুভাষ পার্কের মোড় থেকে পাঁচমাথা মোড়ের দিকে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। ওই সময় দুটি বাইকে চেপে থাকা তিনজন যুবক প্রচন্ড গতিবেগে গাড়ি চালিয়ে ও বিকট হর্ন বাজিয়ে যাচ্ছিল। হেঁটে যাওয়া ওই ব্যক্তিকে ধাক্কা মারার উপক্রম হয়ে উঠে। ওই ব্যক্তি বাইক চালকদের সাবধানে গাড়ি চালানোর কথা বললে তেড়ে এসে মারধরের হুমকি দেয় বলে অভিযোগ। এ ধরনের বাইক চালকদের দৌরাত্ম্য অনেক সময় পথ দুর্ঘটনার শিকার হন সাধারণ মানুষজন। পুজোর বাকি দিনগুলি কি হবে তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষজন।

Developed by