Breaking
8 Dec 2025, Mon

ষষ্ঠ দফা শুরুর আগেই , ঝাড়গ্রামে খুন বিজেপি বুথ সভাপতি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ষষ্ঠ দফা শুরুর আগের রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠল ঝাড়গ্রাম। খুন হয়ে গেলেন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বিজেপির বুথ সভাপতি। শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের জুনাসোলায় তাঁর উপর হামলা করে দুষ্কৃতী। হামলায় মৃত্যু হয়েছে তাঁর। বিজেপির ওই বুথ সভাপতির নাম শ্রী রামিন সিংহ।

Developed by