Breaking
8 Dec 2025, Mon

শেখ শাহজাহানের গ্রেপ্তারির সহ একাধিক দাবিকে সামনে রেখে ঝাড়গ্রাম শহরে CPI-র মিছিল

সোমবার সন্ধ্যা বেলায় ঝাড়গ্রাম শহরে মিছিল করলো সিপিআই। জানা গিয়েছে, সন্দেশখালীর ঘটনায় এখনো কেন মূল অভিযুক্ত শেখ শাহজাহান গ্রেপ্তার হয়নি , তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে । ঝাড়গ্রাম শহরের কদমকাননে রেলের ওভারব্রিজ এখনো পর্যন্ত কেন করার সিদ্ধান্ত গ্রহণ হয়নি। এই সমস্ত দাবিকে সামনে রেখে ঝাড়গ্রাম শহরে মিছিল করে সিপিআই। উপস্থিত ছিলেন সিপিআই এর ঝাড়গ্রাম জেলা সম্পাদক দেবজ্যোতি ঘোষ, সিপিআই এর শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক গুরুপদ মন্ডল, সিপিআই ঝাড়গ্রাম জেলা সহ-সম্পাদক বিকাশ সড়ঙ্গী, সিপিআই ঝাড়গ্রাম লোকাল কমিটির সহ সম্পাদক বিজয় দাস সহ সিপিআই এর একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা ।

Developed by