Breaking
16 Dec 2025, Tue

শিলিগুড়ি মহকুমার মুরালিগঞ্জ চেকপোস্ট থেকে অবৈধ বালি পাথর বোঝাই ট্রাক সহ গ্রেফতার ১

জেএনএফ ওয়েব ডেস্ক :-বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্টে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি বালি পাথর বোঝাই ট্রাক আটক করে। এরপর চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয়। ধৃতের নাম এমডি আলম গিরি(২৯)। সে উত্তর দিনাজপুর জেলার তিনমাইলের বাসিন্দা। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অবৈধ বালি পাথর বোঝাই ট্রাকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।

Developed by