Breaking
8 Dec 2025, Mon

শিলিগুড়ি মহকুমার মুনি চা বাগান এলাকায় ৩১ নং জাতীয় সড়কের উপর গাড়ির ধাক্কায় মৃত্যু চিতাবাঘের,ব্যাপক চাঞ্চল্য

শুক্রবার রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মুনি চা বাগান এলাকায় ৩১ নং জাতীয় সড়কের উপর গাড়ির ধাক্কায় মৃত্যু চিতাবাঘের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে যে শুক্রবার রাতে চিতাবাঘটি রাস্তার পারাপার করছিল। ঠিক তখনই কোন একটি গাড়ি ধাক্কা মারে চিতাবাঘটিকে। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় চিতাবাঘটির। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন বনদপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা বনবিভাগের কর্মীরা। এরপর বনকর্মীরা গিয়ে মৃত চিতাবাঘের দেহ উদ্ধার করে নিয়ে যায়। উল্লেখ্য কিছুদিন আগেও ওই এলাকায় গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘের মৃত্যু হয়েছিল।

Developed by