Breaking
22 Jan 2026, Thu

শিলিগুড়ি মহকুমার বিধাননগর থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সহ একজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ

শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগররে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একজনকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ধৃতের নাম মহম্মদ জাব্বার(২৬)। সে ঝিঙ্গিবাড়ি এলাকার বাসিন্দা। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে ১০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।

Developed by