Breaking
8 Dec 2025, Mon

শিলিগুড়ি মহকুমার বিধাননগররে মাস্ক না পড়ায় ১৫ জন আটক করল পুলিশ !

জেএনএফ ওয়েব ডেস্ক :- সোমবার দুপুরে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর মাস্ক না পড়ায় ১৫ জনকে আটক করে। এর পাশাপাশি করোনা নিয়ে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি পথচলতি মানুষদের মাস্ক তুলে দেওয়া হয়। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত,নকশালবাড়ি সার্কেলের সিআই সুদীপ্ত সরকার,বিধাননগর থানার ওসি মানস দাস সহ পুলিশ কর্মীরা। এই বিষয়ে রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত বলেন যে সকলকে একটা বার্তা দিতে চাই মাস্কটা পড়ুন অন্যকে মাস্ক পড়ান। নিজে বাঁচুন অন্যকে বাঁচান। যারা মাস্ক ছাড়া বাইরে ঘোরাঘুরি করছেন তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্টে মামলা দায়ের হবে। এবং এই রকম অভিযান লাগাতার চালানো হবে।

Developed by