Breaking
17 Dec 2025, Wed

শিলিগুড়ি মহকুমার গান্ধীমোড় থেকে ১৩৯ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই

জেএনএফ ওয়েব ডেস্ক :-বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের গান্ধীমোড়ে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির ওসি অনিরবান নায়েক এর নেতৃত্বে পুলিশ। এরপর সেখানে একটি ১০ চাকা লড়ি আটক করে। এবং লড়ির কেবিনের ভেতরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ গাঁজা। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সঞ্চয় সরমা(৪১) ও আফজল হোসেন(৩০)। দুজনেই ত্রিপুরার সিপাহীঝোলা জেলার বিশালগড় এলাকার বাসিন্দা। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই লড়ি থেকে প্রায় ১৩৯ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষা টাকা। এই বিষয়ে রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত বলেন যে ঘোষপুকুর ফাঁড়ির ওসির নেতত্বে অভিযান চালিয়ে একটি লড়ি থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। লড়িটি গুয়াহাটি থেকে আসছিল।

Developed by