Breaking
23 Jan 2026, Fri

শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কে ৫০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ উদ্ধার, গ্রেফতার ১

গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার ভোরবেলা বেলাকবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কের পানিকৌড়ি এলাকায় অভিযান চালায় বেলাকবা রেঞ্জের বনকর্মীরা। এরপর সেখানে একটি কন্টেনার আটক করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বার্মা টিক কাঠ। এই ঘটনায় কন্টেনারের চালকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতের নাম এখলাস। সে হরিয়ানার বাসিন্দা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ওই কন্টেনার থেকে ৫০ লক্ষ টাকার চোরাই বার্মা টিককাঠ উদ্ধার হয়েছে। এবং বার্মা টিক কাঠ আসাম থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন বনদপ্তর।

Developed by