Breaking
13 Dec 2025, Sat

শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের পানিকৌরি টোল প্লাজায় অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ গ্রেফতার ৩

শুক্রবার রাতে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের পানিকৌরি টোল প্লাজায় একটি দূরপাল্লার বাসে অভিযান চালায় স্পেশাল টাস্কফোর্স। এরপর তিনজনকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। ধৃতদের নাম তৌসিফ আনসারি(২২),আলিমুদ্দিন রহমান(২৭),সাদ্দাম আলি(১৮)। তৌসাফ উত্তরপ্রদেশ এবং আলিমুদ্দিন ও সাদ্দাম আসামের বাসিন্দা। স্পেশাল টাস্কফোর্স সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে এক কেজি তেয়িশ গ্রাম ব্রাউন সুগার সহ নগদ ৩৫ হাজার টাকা, এটিএম কার্ড ও বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Developed by