Breaking
8 Dec 2025, Mon

শিলিগুড়ির সরোজিনী পল্লিতে শ্মশান তৈরিতে বাধা স্থানীয়দের,মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

জেএনএফ ওয়েব ডেস্ক : সোমবার শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের সরোজিনীপল্লিতে শ্মশান তৈরিতে বাধা স্থানীয় বাসিন্দাদের। কিছুদিন আগেই বিকল্প শ্মশানের জন্য শিলিগুড়ি পুরনিগমের প্রশাসন মন্ডলীর সদস্যরা জমি চিহ্নিত করে ৪২নম্বর ওয়ার্ডে সরোজিনী পল্লিতে। তখন থেকেই স্থানীয়রা
শ্মশান করতে না দেওয়ার দাবীতে সরব হন। সেই মত এদিন সকালে শ্মশান তৈরির জন্য কর্মীরা গেলে স্থানীয় বাসিন্দারা জমায়েত হয়ে বাধাদেয়। যদি স্থানীয়দের দাবি লোকালয়ের মধ্যে তারা শ্মশান করতে দেবে না। প্রতিবাদের মুখে পড়ে কাজ বন্ধ রাখে কর্মীরা। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভক্তিনগর থানার বিশাল পুলিশ বাহিনী।

Developed by