Breaking
18 Dec 2025, Thu

শিলিগুড়িতে সরকারি নির্দেশিকা অমান্য করে রাত ৮টার পরেও খোলা বার,গ্রেফতার ৪১জন

জেএনএফ ওয়েব ডেস্ক:- শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির সেবক রোডের একটি বারে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। এবং অভিযান চালিয়ে ৪১জনকে গ্রেফতার করে। তারমধ্যে ২৫জন যুবক ও ১৬জন যুবতী রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে রাত আটটার পরেও সেই বারে চলছিল পার্টি। এবং সরকারি নির্দেশিকা রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে রেস্টুরেন্ট ও বার। কিন্তু সেই নির্দেশকে অমান্য করেই চলছিল পাটি। এর পরেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্টে মামলা দায়ের করা হয়েছে। এবং শনিবার ধৃতদের আদালতে তোলা হবে।

Developed by