Breaking
8 Dec 2025, Mon

শিলিগুড়িতে আরও এক কেএলও জঙ্গি সহেন্দে গ্রেফতার

শুক্রবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফাঁসিদেওয়া এলাকায় অভিযান চালায় এসটিএফ। এরপর সেখান থেকে কেএলও জঙ্গি সহেন্দে একজনকে গ্রেফতার করে। ধৃতের নাম মৃণাল বর্মন। সে কান্তিদেওয়ার বাসিন্দা। সূত্রের খবর এলাকারই ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি করত সে। সেই টাকা দিয়েই বিহার থেকে অস্ত্র কিনত মৃণাল। শনিবার ধৃতকে শিলিগুড়ি আদালত তোলা হয়। উল্লেখ বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ির খালপাড়া এলাকায় অভিযান চালায় এসটিএফ সেখান থেকে গ্রেপ্তার করা হয় অবিনাশ রায়কে। সূত্রের খবর সে জঙ্গি সংগঠনের জন্য টাকা তুলত অবিনাশ। সেই কারণেই শিলিগুড়িতে গিয়েছিল ওই যুবক। সেখানেই এসটিএফের হাতে ধরা পড়ে অবিনাশ। ধৃত যুবক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশের বিষয়টি স্বীকার করে নেয় বলেই দাবি তদন্তকারীদের। এরপর ধৃতকে জেরা করে এসটিএফ। তারপর মৃণাল বর্মনের খোঁজ পায়। এবং অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে এসটিএফ।

Developed by