Breaking
12 Dec 2025, Fri

শিবমন্দিরের মেডিকেলমোড় এলাকায় একটি আসবাবপত্রের দোকানে বিধ্বংসী আগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল

বুধবার শিবমন্দিরের মেডিকেল মোড় এলাকায় একটি আসবাবপত্রের দোকানে বিধ্বংসী আগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে যে এদিন সকালে আচমকাই ওই আসবাবপত্রের দোকান থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয়রা। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। এরপর দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। যদিও আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিন লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

Developed by