জেএনএফ ওয়েব ডেস্ক:- করোনার কারণে বন্ধ রয়েছে বিদ্যালয়গুলি। তবে এবার বিদ্যালয় পৌঁছাবে ছাত্র-ছাত্রীদের কাছেই। এমনই সিদ্ধান্ত জলপাইগুড়ি সমগ্র শিক্ষা মিশনের। শুক্রবার “শিক্ষার পরশ” নামে একটি ভ্রাম্যমান বাসের উদ্বোধন করলেন জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বসু। জেলাশাসক বলেন, বাসটিতে বইপত্র সহ শিক্ষার বিভিন্ন সামগ্রী থাকবে। থাকবেন দুজন করে শিক্ষক। জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত এলাকায় পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন যারা অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা থেকে অনেক দূরে, ইন্টারনেট ব্যবস্থা যেখানে নেই, তাদের হাতে কলমে শিক্ষা দেবেন তারা। পড়াশোনা সম্পর্কিত বিভিন্ন বিভিন্ন সমস্যা দূর করবেন তারা।




