Breaking
23 Dec 2025, Tue

শিক্ষামন্ত্রীর মন্তব্যের পরই কি প্রাথমিকে দুই জেলায় মর্নিং স্কুল চালুর নির্দেশ ? জল্পনা শিক্ষক মহলে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কথা ছিল ১ এপ্রিল থেকেই মর্নিং স্কুল চালু হওয়ার। কিন্তু তার আগেই ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে জানানো হয়, যে রকম স্কুল চলছে সেরকম স্কুল চলবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। সেই মতো জেলায় ১ এপ্রিল থেকে ডে সেশনে স্কুল চলছিল। বৃহস্পতিবার দুপুরে গোপীবল্লভপুরে নির্বাচনী সভায় যোগ দিতে আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রী প্রথমেই বলেন,’যখন এসেছিলাম, এই রৌদ্র দেখে ভেবেছিলাম যে মিটিংটা করা যাবে কিনা। সাংঘাতিক রোদ, গরম।’ এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। যা আগামী সপ্তাহে ৪০ ডিগ্রিতে গিয়ে পৌঁছাবে বলে খবর আবহাওয়া দপ্তরের। তারপরেই এদিনই ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় সংসদ থেকে নির্দেশ দেওয়া হয় আগামী ৮ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মর্নিং স্কুল চলবে। শিক্ষক মহলের জল্পনা, তাহলে কি শিক্ষা মন্ত্রীর এরূপ মন্তব্যের পরই কি মর্নিং স্কুল চালু হল? যাই হোক হাফ ছেড়ে বাঁচলেন পড়ুয়া ও শিক্ষকরা।

Developed by