Breaking
18 Dec 2025, Thu

শান্তিপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি

আর কিছুক্ষণ পরেই শান্তিপুরের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে জনসভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত পর্যায়ে চলছে জনসভার শেষ মুহূর্তের কাজ। সকাল থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসভা ঘিরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভা ঘিরে যাতে কোনরকম বিশৃঙ্খলা পরিস্থিতি না তৈরি হয় সেই কারণেই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা কিরে তৃণমূল নেতৃত্ব এবং কর্মীদের মধ্যে চূড়ান্ত উৎসাহ লক্ষ করা গেছে। সকাল থেকেই চলছে তৃণমূলের পতাকা বাধার কাজ। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় উপনির্বাচন ঘিরে তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষকে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Developed by