Breaking
19 Dec 2025, Fri

শহীদ নেতা কর্মীদের স্মরণ সভা হল জলপাইগুড়িতে

জেএনএফ ওয়েব ডেস্ক :-১৯৫৯ সালের খাদ্য আন্দোলন অনেকে শহীদ হয়েছিলেন। অন্যদিকে ১৯৯০ সালের বাস ভাড়া বৃদ্ধি বিরোধী আন্দোলনে শহীদ নেতা মাধাই হালদার শহীদ হন। শহীদ নেতা কর্মীদের স্মরণ সভা হল জলপাইগুড়িতে। মঙ্গলবার শহরের কদমতলা মোড়ে  এসইউসিআই জলপাইগুড়ি শহর কমিটির উদ্যোগে শহীদ সভাটি হয়।  শহীদ  বেদীতে মাল্য দান করে আজকের দিনের তাৎপর্য তুলে ধরলেন এসইউসি আই এর নেতা কর্মীরা।
জলপাইগুড়ি শহর কমিটির এসইউসিআই সম্পাদক মনোতোষ প্রামানিক বলেন , আজকে শহীদ নেতাদের স্মরণ করে শ্রদ্ধা জানানো হল। উপস্থিত ছিলেন এসইউসিআই এর জেলা কমিটির   সম্পাদক সুজিত ঘোষ, জেলা কমিটির সদস্য জীবন সরকার, শহর কমিটির  সম্পাদক মনোতোষ প্রামানিক, সুজয় লোধ সহ অন্যান্যরা।

Developed by