Breaking
8 Dec 2025, Mon

শনিবার ৭৪ জন করোনায় আক্রান্ত ঝাড়গ্রামে, তবুও হুঁশ ফেরেনি মানুষজনের!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার ৭৪ জন করোনায় আক্রান্ত ঝাড়গ্রামে, তবুও হুঁশ ফেরেনি মানুষজনের! ১ মে রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ৩০ এপ্রিল পর্যন্ত লালারস নমুনা সংগ্রহ করা রিপোর্ট অনুযায়ী ঝাড়গ্রাম জেলায় একদিনে নতুন করে ৭৪ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। যা কিনা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। এখনও পর্যন্ত জেলায় মোট ৩৭৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৩ জনের। এখনও করোনায় পজেটিভ হয়ে হাসপাতাল ও হোম আইসোলোশনে রয়েছেন ৪৬১ জন। রিপোর্ট অনুযায়ী ৩৭ জন করোনা পজেটিভ ব্যক্তি সুস্থ হয়েছেন। কিন্তু এদিকে হুঁশ নেই সাধারণ মানুষজনের। বাজার-ঘাট থেকে রাস্তা সর্বত্র মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন মানুষজন। সরকারি সচেতনতার প্রচার কার্যত কানে ঢুকছে না জেলাবাসীর? এরমধ্যে শহরের অধিকাংশ করোনা পজেটিভ ব্যক্তিরা হলেন শহরের। নিজের ভালোটা নিজে ভালো বুঝবে কবে বাসিন্দারা? কবে হুঁশ ফিরবে তা সময়ই বলবে!

Developed by