Breaking
18 Dec 2025, Thu

শনিবার নদীতে স্নান করতে গিয়ে লালগড়ে মৃত্যু হল এক গৃহবধূর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার নদীতে স্নান করতে গিয়ে লালগড়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতের নাম মল্লিকা দণ্ডপাট। বছর চৌত্রিশের গৃহবধূর শ্বশুরবাড়ি ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে। পরিবার মারফত জানা গিয়েছে, গৃহবধূটির বাপের বাড়ি লালগড় ব্লকের বেলাটিকরিতে। লকডাউনের আগে তিনি শরীর অসুস্থ থাকার জন্য বাপের বাড়িতে এসেছিলেন। লকডাউন শুরু হওয়ার পর শ্বশুরবাড়িতে আর ফিরে যাননি। স্বামী দিনমজুরের কাজ করেন এবং বাড়িতে তিনজন ছেলেমেয়ে রয়েছে। এদিন সকালে কংসাবতী নদীতে স্নান করতে গিয়ে পড়ে যান। ঝাড়গ্রাম জেলা হাসতাপালে নিয়ে এলে তাঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে ওই গৃহবধূ হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার জেরেই এদিন মারা যান বলে চিকিৎসক জানিয়েছেন।

Developed by