Breaking
20 Dec 2025, Sat

শক্তিবৃদ্ধি করে পশ্চিমবঙ্গ থেকে ৩৫০ কিমি দূরে বুলবুল, শনিবার সারাদিন ভারী বৃষ্টি, মাঝরাতের পর ঝড়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- আরও শক্তিশালী হয়ে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। শুক্রবার রাত ১০ টায় আবহাওয়া দফতরের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ওড়িশার পারাদ্বীপ থেকে ২২০ কিমি এবং এ রাজ্যের সাগর থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে বুলবুল। শুক্রবার সকাল থেকে ঘণ্টায় ১২ কিমি বেগে এগোচ্ছিল বুলবুল, কিন্তু বিকেলের পর তা বেড়ে হয়েছে ঘণ্টায় ১৭ কিমি।
পূর্বাভাস মতোই শনিবার ভোররাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। বেলা যত গড়াবে ততই বৃষ্টি বাড়বে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোররাতের মধ্যে যে কোনও সময় ওড়িশা এবং সাগরে আছড়ে পড়তে পারে বুলবুল। ঝড়ের গতিবেগ ঘণ্টায় হতে পারে সর্বোচ্চ ১৩৫ কিমি। যার জেরে শনিবার সারাদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। বিশেষ করে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং হাওড়া, হুগলিতে ভারী বফ্রিষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Developed by