Breaking
17 Dec 2025, Wed

লোকাল ট্রেন চালুর দাবিতে SUCI এর  মিছিল ও ডেপুটেশন জলপাইগুড়িতে

জেএনএফ ওয়েব ডেস্ক :- লোকাল ট্রেন চালুর দাবিতে মিছিল ও ডেপুটেশন জলপাইগুড়িতে। শুক্রবার এস ইউ সি আই এর পক্ষ থেকে জলপাইগুড়ি টাউন স্টেশন ম্যানেজারের কাছে বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেওয়া হয় দলের পক্ষ থেকে। বাবুপাড়া থেকে একটি মিছিল করে এস ইউ সি আই এর নেতাকর্মীরা উপস্থিত হন জলপাইগুড়ি টাউন স্টেশনে। লোকাল ট্রেন চালু, সুপারফাস্ট ট্রেন সপ্তাহে ছয়দিন চলাচল, তিস্তা তোরসা, দার্জিলিং মেলকে আগের মতোই হলদিবাড়ি থেকে চালু সহ একাধিক বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়। পাশাপাশি আগামীতে যাতে প্ল্যাটফর্ম ভাড়া কমানো হয় সে দাবিও জানানো হয়েছে।

Developed by