Breaking
28 Jan 2026, Wed

লোকসভা ভোট ২০২৪ জন্য আমরা তৈরি ,বললেন নির্বাচন কমিশনার

জেএনএফ ডেক্স :২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন(ECI) প্রস্তুত। এমনটাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি জানালেন, ‘আমরা ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং রাজ্য বিধানসভা নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ তৈরি। সমস্ত প্রস্তুতিই প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে।’
শিয়রে লোকসভা নির্বাচন। আর তার আগে ইলেকশন কমিশনের নির্বাচনের তারিখ ঘোষণার দিকে তাকিয়ে দেশ। উল্লেখ্য এর আগে ১০ মার্চ, ২০১৯-এ ইলেকশন কমিশন সাধারণ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল। নির্বাচনের তারিখ ঘোষণার পর নিজে থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) শুরু হয়ে যায়। ভোটের দিন ঘোষণা থেকে ফলাফল ঘোষণার দিন পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল কঠোরভাবে এই নিয়ম মেনে চলে।
ফলাফল ঘোষণার দিন পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল কঠোরভাবে এই নিয়ম মেনে চলে।
লোকসভা নির্বাচনের পাশাপাশি, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনও হবে।

Developed by