Breaking
8 Dec 2025, Mon

লেগ বিফোর নিয়মে বদল চান সচিন তেন্ডুলকর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ডিআরএস নিয়মের বদল চান মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সম্প্রতি ব্রায়ান লারার সঙ্গে ভিডিও চ্যাটে তিনি বলেন, ‘লেগ বিফোর উইকেটের ক্ষেত্রে নিয়ম বদল করা উচিত। বলের কত অংশ উইকেটে লাগছে তার বিবেচিত হওয়ার দরকার নেই। ডিআরএসে যদি বল উইকেটে লাগলেই আউট হওয়া উচিত। মাঠে থাকা আম্পায়ার যাই সিদ্ধান্ত নিক না কেন। ক্রিকেটে প্রযুক্তি ব্যবহারই উদ্দেশ্য। প্রযুক্তি ১০০ শতাংশ ঠিক নয়, মানুষও তো নির্ভুল নয়।’

Developed by