Breaking
18 Dec 2025, Thu

লিচুপাকড়িতে তিন চাকা গাড়ি ও লড়ির সংঘর্ষ,মৃত্যু ২ আহত আরও ১

জেএনএফ ওয়েব ডেস্ক :-শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের লিচুপাকড়িতে তিন চাকা গাড়ি ও লড়ির সংঘর্ষ। এই ঘটনায় মৃত্যু দুজনের আহত আরও একজন। মৃতদের নাম সাধরু সিংহ(৫০),দিলীপ বর্মন(৩৫) এবং আহতের নাম গোবিন্দ বর্মন। তিনজনই খড়িবাড়ির বাঞ্চাভিলা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে প্রত্যেকে দিনের মতো এদিন ভোরবেলাও কলার মোচা বিক্রি করার জন্য কলার মোচা নিয়ে তিন চাকা গাড়ি করে তিনজন লিচুপাকড়ি হাটে যাচ্ছিল। ঠিক সেই সময় ফুলবাড়ির দিক থেকে একটি লড়ি ঘোষপুকুরের দিকে আসছিল। এরপর লিচুপাকড়ি এলাকায় তিন চাকা ও লড়িটি সংঘর্ষ হয়। এবং ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের আহত হন আরও একজন। এরপর ঘটনাস্থল থেকে লড়িটি চম্পট দেয়। স্থানীয়রা তরীঘরী খবর দেন পুলিশকে। এই পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতাল পাঠায়। এবং আহতকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। যদি গোটা ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

Developed by