Breaking
12 Dec 2025, Fri

লিউসিপাকড়িতে বিজেপি,সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ২০০ জন

মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ব্লকের লিউসিপাকড়িতে বিজেপি,সিপিএম ও কংগ্রেসে ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ২০০ জন। এদিন নতুনদের হাতে দলীয় পতাকা তুলে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়া ১ তৃণমূল কংগ্রেসের সভাপতি আইনুল হক,নকশালবাড়ি ব্লক ১ তৃণমূলের সভাপতি আনন্দ সহ অন্যান্যরা। এই বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললে যে মমতা বন্দোপাধ্যায়ের নীতি ভাবধারা এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের যজ্ঞে সামিল হতে চেয়ে আজকে বিজেপি,সিপিএম ও কংগ্রেস ছেড়ে ২০০ জন আমাদের দলে যোগদান করলেন। যারা যোগদান করলেন তাদের প্রত্যেকের সাথেই আমাদের অঞ্চল ও ব্লকের নেতত্বেরা বসে নিয়েছেন। এবং তাদের সাথে কথা বলেছেন। যখন দেখেছেন যে তারা এলে আমাদের দল সমৃদ্ধ হবে। এর পরেই এই যোগদান পর্ব কর্মসূচি নিয়েছি।

Developed by