Breaking
17 Dec 2025, Wed

লালগড়ে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সভায় যাওয়ার পথে গাড়ি উল্টে জখম ২২ জন তৃণমূল কর্মী-সমর্থক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার লালগড়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সভা ছিল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারি। তাঁদের সভায় আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ছোট গাড়ি। লালগড়ের আমকলা ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় এক মহিলা সহ মোট ২২ জন তৃণমূল কর্মী-সমর্থক জখম হয়েছেন। এদের মধ্যে ১৭ জন ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। লালগড়ের সজীব সঙ্ঘ মাঠে তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুর সমর্থনে নির্বাচনী সভা ছিল। লালগড় ব্লকের নেপুরা অঞ্চলের খোসা গ্রাম থেকে গাড়িটি আসছিল। সভা শেষে ঝাড়গ্রাম হাসপাতালে জখমদের দেখতে আসেন তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডু, জেলা কোর কমিটির চেয়ারম্যান ও কনেভনার উজ্জ্বল দত্ত,l

Developed by