
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লালগড়ের ভুলকা, আঁধারজোরা গ্রামগুলিতে গতকাল রাতে একটি দলছুট দাঁতাল হাতি ঢুকে পড়ে। গ্রামের বাসিন্দা স্বপন মাহাত, শক্তিপদ মাহাত,বসন্ত সাউদের বাড়িতে খাবারের সন্ধান চালায়। পরে গোপাল মল্লিক এর রেশন দোকানের দরজা ভেঙ্গে চাল খেয়ে চলে যায়।





