Breaking
16 Dec 2025, Tue

লালগড়ের লক্ষণপুর ক্যানেল পাড় থেকে উদ্ধার হল শবর মহিলার দেহ

লালগড় : জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে দু’দিন আগে নিখোঁজ হয়েছিলেন। বছর ত্রিশের মহিলার নাম শেফালি শবর। বাড়ি লালগড় থানার রাউতাড়া গ্রামে। গত বৃহস্পতিবার লালগড় থানার বনিশোলের জঙ্গলে শেফালীর সঙ্গে স্থানীয় মহিলারা কাঠ কুড়োতে গিয়েছিলেন। পরিবারের লোকেরা নানা জায়গায় খুঁজেও তাকে পায়নি।

Developed by