Breaking
17 Dec 2025, Wed

লালগড়ের চাঁদাবিলা রাস্তায় পাওয়া গেল অজ্ঞাত পরিচয় এক শিশুকে, শুধু কান্নাকাটি করছে সে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার সকালে লালগড়ের চাঁদাবিলা রাস্তায় দেখতে পাওয়া গেল অজ্ঞাত পরিচয় এক শিশুকে। পরনে নীল রঙের হাফপ্যান্ট ও চেক জামা পরা শিশুটি শুধুই কান্নাকাটি করছে। কোন কথা বলছে না। রাস্তায় এহেন শিশুকে দেখে চাঁদাবিলার বাসিন্দারা জিজ্ঞাসা করলেও কোন উত্তর পায়নি। গ্রামের মানুষজনও চিনতে পারেনি শিশুটিকে। তারপর লালগড় থানায় খবর দেওয়া হলে স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা এসে শিশুটিকে লালগড় থানায় নিয়ে যায়। আপাতত সেখানেই আছে বাচ্চা ছেলেটি।
ঝাড়গ্রাম নিউজ ফ্লাশের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে যদি তিন বছরের এই বাচ্চা ছেলেটিকে চিনতে পারেন, তাহলে তাঁর পরিবারকে খবর দিন।

Developed by