Breaking
20 Dec 2025, Sat

লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্য সাথীর কার্ড নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মুড়ি-চপ খেয়ে দিব্যি কাজ করেন। রাজনৈতিক লড়াইয়ে সাধারণ পরিবার থেকে উঠে আসা। প্রবল ক্ষমতাশালী বামেদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন তিনি। সেই ইতিহাস সকলের জানা। সাধারণ মানুষের মত লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্য সাথীর কার্ড হাতে নিলেন তিনি। তিনি আর কেউ নন, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের ৭৩ নম্বর ওয়ার্ডের হরিশ মুখার্জি রোডের ‘জয় হিন্দ’ ভবনে হাজির হন। সোমবার নবান্নে স্বাস্থ্য সাথীর কার্ড তিনি নেবেন বলে জানিয়ে ছিলেন।
এদিন সকাল ১১ টা নাগাদ দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের সঙ্গেই লাইনে দাঁড়ান রাজ্যের প্রশাসনিক প্রধান। তারপর ছবি তুলে কার্ড হাতে পান মমতা বন্দ্যোপাধ্যায়।

Developed by