Breaking
16 Dec 2025, Tue

রেড ভলেন্টিয়ারদের সহযোগিতায় নদীয়ার ঘূর্ণি দাসপাড়া এলাকার গরীব ও দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হল শুকনো খাবার

জেএনএফ ওয়েব ডেস্ক : করোনা মহামারীর পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে না রাজ্য সরকার, শুধুই ভাওতা দিচ্ছে। মূলত সেই অভিযোগ তুলে আবারও পথে নেবে সাধারণ মানুষের কাছে খাদ্য পৌঁছে দিচ্ছে নদিয়া জেলা সিপিআইএম। এদিন সিপিআইএমের নেতৃত্বে রেড ভলেন্টিয়ার যাদের সহযোগিতায় নদীয়ার কৃষ্ণনগর থানার ঘূর্ণি দাসপাড়া এলাকার গরীব ও দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের শুকনো খাবার। এর আগেও গোটা রাজ্যজুড়ে দেখা গেছে রেড ফর এনটিআরসি সামনের সারিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের পাশে থেকেছেন।শুধু সাধারণ মানুষ নয় কবিতা আক্রান্তদের এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে তারা। অক্সিজেন কিংবা অন্য কোন সমস্যা হলেই তৎক্ষণাৎ সেখানে পৌঁছেছে রেড ভলেন্টিয়ার্সরা। ঠিকানা নেই বিভিন্ন দল থেকে রাজনৈতিক সৌজন্যতার সম্মান পেয়েছেন। এবার রাজ্য সরকারের না পাশে থাকার অভিযোগ তুলে এবং ভাওতাবাজি সরকার বলে কটাক্ষ করতে দেখা গেল বাম নেতৃত্বদের। তাদের দাবি রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে না শুধু প্রতিশ্রুতি দিচ্ছে। এই পরিস্থিতিতে আমরা যতটুকু পারছি মানুষের হয়ে কাজ করছি। তাদেরই সাহায্য পেয়ে খুশি দুস্থ পরিবারের সদস্যরাও।

Developed by