Breaking
14 Dec 2025, Sun

রুক্ষমাটির লালজলে ফলের গাছ বিতরণ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিবেশ সচেতন কর্মীরা। সেই মত কথা রাখলেন তাঁরা। লালজলে চারা গাছ লাগাতে এসে বলেছিলেন ফলের গাছ দিয়ে যাব। সেই মত লালজলের বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হল বেশ কিছু ফলের চারাগাছ। আর গাছ পেয়ে খুশি লালজলের বাসিন্দারা। তাঁরা স্বপ্ন দেখছেন ওই গাছ থেকে রুক্ষ মাটির লালজল একদিন ফলে ভরে উঠবে। ছবি ফেসবুক থেকে প্রাপ্ত।

Developed by