Breaking
8 Dec 2025, Mon

রাত পোহালেই রথযাত্রা,করোনার কথা মাথায় রেখে নিয়ম রক্ষার রথ হবে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে

জেএনএফ ওয়েব ডেস্ক :-রাত পোহালেই রথযাত্রা।করোনার কথা মাথায় রেখে নিয়ম রক্ষার রথ হবে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে। প্রতিবার জাঁকজমকপূর্ণ রথযাত্রা উৎসব পালিত হলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন। রথযাত্রার দিন সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত কোন পর্যটক কে ইসকন চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না। ভিড় এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতেই এমন সিদ্ধান্ত ইসকন কর্তৃপক্ষের। শুধু মাত্র ৫০জন ভক্ত সমন্বয়ে রথযাত্রা সম্পন্ন হবে। অন্যান্যবার ইসকন থেকে রাজাপুর ৫ কিলোমিটার জুড়ে তিনটি পৃথক রথে করে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মায়াপুর ইসকনের অস্থায়ী গুন্ডিচায় মাসি বাড়িতে আসত। এবারে শুধুমাত্র একটি রথে করে ইসকন চৌদ্দহীর মধ্যেই জগন্নাথ বড় দেব ও সুভদ্রা মহারানী কে তোলা হবে। কোন জাঁকজমক নয় কোনও অতি থেকেই উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়নি ইসকনের তরফ থেকে। এক কথায় বলা যায় নিয়ম রক্ষার রথ পালিত হবে তীর্থনগরী মায়াপুর ইসকনে।

Developed by