Breaking
1 Jan 2026, Thu

রাতে ঝাড়গ্রাম শহরে চলল গুলি, ঘটনায় জখম এক যুবক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রাতে ঝাড়গ্রাম শহরে চলল গুলি। ঘটনায় জখম হয়েছে এক যুবক। তাঁর নাম মৃত্যুঞ্জয় মল্লিক। ২৭ বছর বয়সী ওই যুবকের বাড়ি শহরের বলরামডিহিতে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে গুলি চলে জামদা এলাকায়। বাম হাতের নিচে বগলের কাছে একটি গুলি লেগেছে। ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রেফার করা হয়েছে কলকাতায়।

Developed by