Breaking
12 Dec 2025, Fri

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম বলিষ্ঠ নেতা প্রয়াত জ্যোতি বসুর ১০৭ তম জন্ম দিবস পালন

জেএনএফ ওয়েব ডেস্ক :- রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম বলিষ্ঠ নেতৃত্ব প্রয়াত জ্যোতি বসুর ১০৭ তম জন্ম দিবস উপলক্ষে সিপিআইএম এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য শিবির নদীয়ার কৃষ্ণনগরে।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরোর সদস্য ও বরিষ্ঠ নেতৃত্ব প্রয়াত জ্যোতি বসুর ১০৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নদীয়ার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে সিপিআইএমের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য শিবির এর আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবির ছাড়াও এই দিন শতাধিক দুঃস্থ মানুষদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সিপিআইএম সদস্যদের পক্ষ থেকে। পাশাপাশি রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মরণে এই দিন তাঁর স্মৃতিচারণ করেন সিপিআইএম নেতৃত্ব।

Developed by