Breaking
8 Dec 2025, Mon

রবিবার ফের বাড়ল তাপমাত্রা, ৪৩ ডিগ্রিতে নাজেহাল ঝাড়গ্রামের  মানুষজন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবারকে টেক্কা দিল রবিবার। এদিন ঝাড়গ্রাম শহরে তাপমাত্রা পৌছালো ৪৩ ডিগ্রিতে। আর তার জেরে গরমে নাজেহাল হচ্ছেন শহরবাসী। প্রচণ্ড গরমের রোদ থেকে বাঁচতে অবশ্যই টুপি, ফুলহাতা পোশাক, সানগ্লাস চশমা এবং সঙ্গে ওআরএস জল রাখার নির্দেশ দিচ্ছেন চিকিৎসকরা।

Developed by