Breaking
2 Jan 2026, Fri

রজত জয়ন্তী বর্ষে বৃষ্টির জন্য পুজো মন্ডপের প্রস্তুতি ব্যার্থ! কপালে ভাঁজ পুজো উদ্যোক্তাদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: কালি পুজোর প্যান্ডেলের শেষ মুহূর্তের প্রস্তুতি তে ব্যার্থ। বেলিয়াবেড়া ব্লকের রান্টুয়া নেতাজী সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও প্রস্তুতি চলছিল কালি পুজোর৷ কিন্তু বৃষ্টির জেরে নষ্ট হয়ে গেছে সবকিছুই। চিন্তায় কপালে ভাঁজ পুজো উদ্যোক্তাদের। এবছরের পুজো ২৫বছরে পা দিল। রজত জয়ন্তী বর্ষে তাদের থিম ভাবনায় ছিল ‘গ্রাম্য পরিবেশে’। পুজোর বাজেট সাড়ে ৪লক্ষ টাকা। মন্ডপের ভিতরে ঢুকলেই দেখা যাবে মা কালির সমস্ত রূপ, খড়ের তৈরি বাড়ি, পুরোনো কুঁয়ো, তুলসি চারার পাশে প্রদীপ জলছে। এইসবই মূল আকর্ষন এই প্যান্ডেলের। ক্লাবের সদস্য তন্ময় মড়িয়াল বলেন,’দুদিন দফায় দফায় বৃষ্টি হওয়ায় মন্ডপের সৌন্দর্য সবটাই নষ্ট হয়ে গিয়েছে। আজ একটু বৃষ্টি কমতে আবার কাজ শুরু হয়েছে। পুজোতে থিম ছাড়াও প্রত্যেক দিন নানন ধরনের সাংস্কৃতিক সন্দ্যাও রয়েছে’।

Developed by