Breaking
18 Dec 2025, Thu

যুবশক্তির কাছে সাহায্য চাইতেই বাড়িতে পৌঁছে গেল সাহায্য


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ ঝাড়গ্রাম পুরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা গত ১২ অাগষ্ট প্রয়াত হন। ওই পরিবারটি আর্থিক ভাবে দুর্বল হওয়ার কারণে ‘যুবযোদ্ধা’ বীথি দে সরকার সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ‘যুবশক্তি’ সদস্যদের কাছে সাহায্য চান। সেই আবেদনে সাড়া দিয়ে জেলা তৃণমূলের মুখপাত্র সুব্রত সাহা,শহর যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ঊজ্জ্বল পাত্র, স্থানীয় তৃণমূল নেতা গনেশ পাল, ঝাড়গ্রাম জেলা ‘যুবশক্তি’র ডিসি মেম্বার নবু গোায়ালা মৃতের পরিবারে যান। মৃত ব্যক্তির ছেলে ভোলা রানা ও তাঁর স্ত্রী দুর্গা রানার হাতে সাধ্যমত আর্থিক সাহায্য তুলে দেন তাঁরা। জেলা তৃণমূলের মুখপাত্র সুব্রত সাহা বলেন, তৃণমূল সব সময় মানুষের পাশে রয়েছে। আপদে- বিপদে মানুষ তৃণমূলকে পাবেন৷

Developed by