Breaking
2 Jan 2026, Fri

যারা জাতীয়বাদের কথা বলছে মুখে, তাঁরাই বেশি বিজাতীয়: সূর্যকান্ত মিশ্র

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : যারা জাতীয়বাদের কথা বলছে মুখে, তাঁরাই বেশি বিজাতীয় ঝাড়গ্রামে বললেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন,’ইতিহাস বলে দেশের স্বাধীনতা আন্দোলনের সময় আরএসএসের লোকেরা মুচলেকা দিয়ে বিট্রিশদের কাছে আত্মসমপর্ণ করেছিল। তাঁদের মুখে এখন বড় বড় বড় জাতীয়তাবাদী। যারাই গান্ধীজিকে মেরেছিল, সেই নাথুরাম গডসের লোকেরাই এখন আবার গান্ধী সংকল্প যাত্রা করছে। বড় হাস্যকর ব্যাপার।’

Developed by