Breaking
11 Dec 2025, Thu

ময়নাগুড়ির কাছে বিকানের এক্সপ্রেসে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত ৬, হাসপাতালে ভর্তি ২৬

বছরের শুরুতেই ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরবঙ্গ। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ জলপাইগুড়ির ময়নাগুড়িতে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনার এখনও পর্যন্ত নিহত হয়েছেন ৬ জন। উদ্ধার করা হয়েছে ৪০ জনকে। আর ২৬ জনকে আহত অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
ভয়াবহ এই দুর্ঘটনায় ট্রেনটির ৪-৫টি কামরা রীতিমতো দুমড়ে-মুচড়ে গিয়েছে। রাতের অন্ধকারেই জোরকদমে চলছে উদ্ধারকার্য। জানালা কেটে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে উদ্ধারকারীর দল। ট্রেনের প্রায় ৭টি কামড়া ভীষণ বাজেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রাথমিকভাবে অনুমান রেলটিতে মোট ৭০০ জন যাত্রী ছিল। তবে এই বিষয়ে সঠিকভাবে কিছু জানা যায়নি। উদ্ধার করার জন্য বিকল্প আলোরও ব্যবস্থা করা হয়েছে।

Developed by