Breaking
8 Dec 2025, Mon

মোদির জনসভা 5 তারিখের পরিবর্তে 6 তারিখ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কুনাল হেমব্রম এর সমর্থনে আগামী 6 তারিখে ঝাড়গাম আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভা স্থল ঘুরে দেখলেন জেলার নেতা থেকে আরম্ভ করে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক আজ উপস্হিত ছিলেন | ঝাড়গাম জেলা সভাপতি তিনি জানান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জনসভা উপচে পড়া ভিড় এবং যারা মাঠে প্রবেশ করতে পারবেন না তাদের জন্য জেলা শহরের বিভিন্ন জায়গায় লাগানো থাকবে এলইডি স্ক্রিন তাতে সরাসরি মোদিজীর জনসভা লাইভ টেলিকাস্ট করা হবে একই দিনে হেভিওয়েট প্রার্থীদের জনসভাতে কোন প্রভাব পড়বে না মোদিজীর জনসভা এমনটাই দাবি জেলা সভাপতি সুখময় শৎপতির |

Developed by