Breaking
15 Dec 2025, Mon

মোদিকে ‘এক্সপায়ারি পিএম’ বলে কটাক্ষ মমতার

ঝাড়গ্রাম:- তমলুকের সভায় সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মমতাকে একহাত নিয়ে ফের তোপ দাগেন। তাঁর জিজ্ঞাসা, কেন তাঁর ফোনের জবাব দেননি মমতা? তার উত্তরে মমতা গোপীবল্লভপুরের সভা থেকে জানিয়ে দেন, তিনি মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে মানেননা।মুখ্যমন্ত্রীর সাফ কথা, ‘ উনি এক্সপায়ারি পিএম। ফলে নতুন প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেব।’মোদির বিরুদ্ধে মমতার কটাক্ষ, ‘উনি কলাইকুন্ডায় নামবেন.. আর আমরা তো সব চাকর বাকর’ ।

Developed by